শিক্ষা

সাম্য হত্যার ঘটনায় আটক ৩

ঢাকা অফিস | May 14, 2025

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যা মামলায় তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা পেশায় ভাসমান হকার এবং তাদের ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বুধবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রদলের বিক্ষোভ, ঢাবি ভিসির পদত্যাগ দাবি

ওসি জানান, বুধবার (১৪ মে) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়। আটককৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, আটক হওয়া তিনজন পেশায় ভাসমান হকার। রাতে তারা মদ-গাঁজা সেবন করতো। ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এখন তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত হন শাহরিয়ার আলম সাম্য। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাবির ছাত্রদল নেতা খুন, ক্যাম্পাসে উত্তেজনা

নিহত শাহরিয়ার আলম সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করতেন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ায়।

স্বাআলো/এস

Shadhin Alo