নড়াইলে শ্বাসরোধে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার কালিয়া উপজেলায় প্রতিপক্ষের বাড়ির পেছন থেকে রফিকুল মোল্যা (৩৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) উপজেলার কাঞ্চনপুর গ্রামের রিকাইল শেখের বাড়ির পেছন থেকে রফিকুলের মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

নিহত রফিকুল মোল্যা ওই গ্রামের আজিজুল মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের মিলন মোল্যা ও আফতাব মোল্যা পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আফতাব মোল্যা গ্রুপের ফরিদ মোল্যা (৫৭) নামে একজন নিহত হন। পরে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এ হত্যা মামলায় মিলন মোল্যা পক্ষীয় রফিকুল আসামি হলেও তিনি পলাতাক ছিলেন। মঙ্গলবার সকালে প্রতিপক্ষ আফতাব মোল্যা পক্ষের রিকাইল শেখের বাড়ির পেছনে রফিকুলের হাত-পা বাধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশের খবর দেয়। খবর পেয়ে কালিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ হেফাজতে নেয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না

বৈশাখ মাস শুরু হতেই বাংলাদেশে বেড়েছে বৃষ্টি ও বজ্রপাতের...

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ঢাকা অফিস: ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না...

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

লিটন ঘোষ জয়, মাগুরা: দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মাগুরার শিশু...

নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-নিপুণ-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার...