শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে মাঠে থাকবে কৃষক লীগ: সমীর চন্দ্র

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেছেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতা বিরোধীরা শেখ হাসিনা ও নৌকার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দিতে মাঠে থাকবে সকল পর্যায়ের কৃষক লীগের নেতাকর্মীরা’।

সোমবার (৬ নভেম্বর) নগরীর টাউন হল অডিটোরিয়ামে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষক লীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় এ কথা বলেন তিনি।

সমীর চন্দ্র বলেন, আ.লীগ সরকার সন্ত্রাস-জঙ্গীবাদ ও মাদক মুক্ত বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, উন্নত চিকিৎসা সেবা, যুগোপযোগী শিক্ষার প্রসার, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছে। শুধু তাই নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের কৃষকের বঞ্চনার অবসান ঘটিয়েছে। কৃষিকে লাভজনক করতে ও কৃষি কাজ করে কৃষকেরা উন্নত জীবন নিশ্চিত করতে এই সরকার সারসহ বিভিন্ন কৃষি উপকরণ ও কৃষিযন্ত্রে অব্যাহতভাবে বিশাল পরিমান ভর্তুকি দিয়ে যাচ্ছে। এতো পরিমান ভর্তুকি সারা বিশ্বেই বিরল। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারো আ.লীগ সরকারকে বিজয়ী করে দেশের উন্নয়নকে আরেকধাপ এগিয়ে নিতে হবে।

প্রতিনিধি সভায় কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, বিএনপি জামায়াতের অবৈধ অবরোধ প্রতিহত করে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কৃষক লীগের আজকের এই প্রতিনিধি সভা। এরপর উপজেলা পর্যায়ে এবং ইউনিয়ন পর্যায়ে কৃষক লীগের এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে।

এদিকে প্রতিনিধি সভায় মহানগর কৃষকলীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় ও জেলা কৃষকলীগের আহবায়ক প্রাণকৃষ্ণ গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া।

আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, কৃষক লীগের দফতর সম্পাদক রেজাউল করিম রেজা ও জেলা কৃষক লীগের সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু প্রমুখ।

প্রতিনিধি সভায় রংপুর বিভাগের আটটি জেলা, মহানগর ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কাল যশোরের যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

যশোর গ্রিড উপকেন্দ্রের আপগ্রেডেশন কাজের জন্য আগামী ১৭ জানুয়ারি,...

বেনাপোলে মদসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি)...

প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলা বা থানার...

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় আতাউর মৃধা (৪৬) নামে এক মোটরসাইকেল...