নিজস্ব প্রতিবেদক: যশোরে চাঁদা দিতে ব্যর্থ হওয়ায় মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে কোরবান আলী (৪৬) নামে এক ব্যক্তি জখম হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) শহরের এম এম কলেজের দক্ষিণ গেট এলাকায় এ ঘটনা ঘটে।
কোরবান এম এম কলেজের দক্ষিণ গেট এলাকার বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে আহত কোরবান আলী জানান, দীর্ঘদিন ধরে এম এম কলেজ কলাবাগান এলাকার মাদক ব্যবসায়ী তুহিন, অমিত, শিপনসহ ২/৩ জন দুই লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু তাদের দাবিকৃত টাকা না দেয়াই উল্লেখিতরা কোরবানকে এলোপাতািড় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক সামস জানান, আহত শরীরে একাধিক জখম করা হয়েছে। প্রাথমিক ব্যবস্থাপত্র দিয়ে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
স্বাআলো/এস