বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে গিয়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে বাংলাদেশি এক নারীর।
বুধবার (২৫ অক্টোবর) ভোরের দিকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকলের বাগডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত নারীর নাম জাহানারা খাতুন (৪২)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা খামিরদিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে যান জাহানারা। কলকাতার একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মুর্শিদাবাদের সরকারি হাসপাতালে চিকিৎসা করাচ্ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিলো ওই বাংলাদেশি নারীর। এ সময় হোটেলে থাকার মত আর্থিক সক্ষমতা না থাকায় বাংলাদেশের ওই নারী মুর্শিদাবাদে তার সম্পর্কিত এক বোন চান্দু বিবির বাড়িতেই থাকতে শুরু করেন।
জাহানারা খাতুনের বোনের ছেলে হুমায়ুন কবির জানান, ১০ দিন আগে স্থানীয় জিডি হাসপাতালে চিকিৎসার পর আমরা খালাকে বাড়িতে নিয়ে আসি। মঙ্গলবার রাতে হঠাৎ করে খালার শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর নিস্তেজ হয়ে পড়েন। তারপর হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এই খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ এবং পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
এমন অবস্থায় ওই আত্মীয়-স্বজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভারতীয় পুলিশ।
স্বাআলো/এসএস