বিনোদন

‘মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট’

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | July 11, 2025

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৮.৪৫ শতাংশ। যা গত বছর ২০২৪ সালের ৮৩.০৪ শতাংশ পাসের হারের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম। প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।

এবার পাসের হারে ১৪.৫৯ শতাংশের বড় পতন হয়েছে। গত বছর ফল প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বা অনুষ্ঠান করা হলেও এবার তেমন কোনো আনুষ্ঠানিকতা ছিল না। এবার ফল তৈরি হয়েছে নতুন ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।

এদিকে, এই ফলাফল প্রকাশের পর ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল পরীক্ষার্থীদের উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে পড়াশোনা এবং জীবন নিয়ে তার ভাবনা প্রকাশ করেছেন।

‘খারাপ কিছু করলে মানুষ খারাপ বলবেই’

পোস্ট দিয়ে কেয়া পায়েল লিখেছেন, ‘জীবনে মানুষের মতো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় সার্টিফিকেট। জীবনের জন্য পড়াশোনা, পড়াশোনার জন্য জীবন নয়। এসএসসি রিজাল্ট ২০২৫।’

অভিনেত্রীর এই বার্তার সঙ্গে নেটিজেনরাও একাত্মতা প্রকাশ করেছেন। মন্তব্যের ঘরে অনেকেই তার বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। একজন লিখেছেন, ‘একদম ঠিক বলেছ আপু তবে মানুষ মনে করে পড়াশোনায় জীবন পড়াশোনার বাইরে কিছুই নাই।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘সফলতা এমনি এমনি আসে না, এর জন্য কঠোর পরিশ্রম ও ধৈর্য দরকার।’

প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। এবারের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়, যা গত ২০২৪ সালের তুলনায় প্রায় এক লাখ কম ছিল। উল্লেখ্য, এবারের ফল তৈরি হয়েছে নতুন ‘বাস্তব মূল্যায়ন’ নীতি অনুসরণ করে।

স্বাআলো/এস

Shadhin Alo