জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা আইনজীবী সমিতি পটুয়াখালী এর আয়োজনে আইনজীবী সমিতি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) জেলা অঅইনজীবী সমিতির সাধরিন সম্পাদক এ্যাড. লুৎফর রহমান খোকন এর সঞ্চালনে এবং সভাপতি এ্যাড. এ টি এম মোজাম্মেল হোসেন তপন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সরদার আব্দুর রশীদ,পিপি এ্যাড. নজরুল ইসলাম বাদল, বিজ্ঞ আইনজীবী এ্যাড. ওয়াহিদ সরোয়ার কালাম, এ্যাড. গোলাম আহাদ দুলু, গাজী জাহিদুল ইসলামজাহিদ,এ্যাড.আব্দুর রাজ্জাক,এ্যাড. কাজী আব্দুল মালেক,এ্যাড. রেজাউল করিম রেজা,এ্যাড. শাহিন মিয়া,এ্যাড, বাদশা আলম, এ্যাড. মাহামুদুল হাসান,এ্যাড.খাইরুল ইসলাম শামীম প্রমুখ। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ বীর মুক্তিযোদ্ধার রুহের মাগফিরাত কামনায় দোয় মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিরিয়র বিজ্ঞ আইনজীবীবৃন্দ, আইনজীবীগন জেলা আইনজীবী সমিতি কার্যানির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস