আজাদুল হক, বাগেরহাট: ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস বাগেরহাটে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।
এ দিবস উপলক্ষে বাগেরহাট কালেক্টরেট চত্ত্বর এলাকায় এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে জেলা আইনজীবী সমিতি ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেল্প) স্বত:স্ফূর্ত অংশ গ্রহণ সহযোগিতা করে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ নুর নবী, জেলা প্রশাসক খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ড.একে আজাদ ফিরোজি টপু।
জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ ইব্রাহিম খলিল মুহিমের পরিচালনায় আলোচনা সভায় ব্র্যাক লিগ্যাল এইড কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন ডেপুটি ম্যানেজার (সেলপ) ইসমাইল হোসেন।
ব্র্যাকের পক্ষে এসএম ইদ্রিস আলম, নুরুল ইসলাম ও পলাশ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে এ দিবস উপলক্ষ্যে ব্র্যাকের সকল উপজেলা অফিসে আইনি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক কর্মীদের নিয়ে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
স্বাআলো/এস