জাতীয়

১০ হাজার কেন্দ্রে ভোট পড়েছে ২০ শতাংশের কম : ইসি

| May 21, 2024

ঢাকা অফিস: সারা দেশে ১৫৬টি উপজেলায় চলছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এই নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ২০ শতাংশের কম।

আজ মঙ্গলবার (২১ মে) দুপুর একটায় নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে ১৩ হাজার ১৫৫টি কেন্দ্রের মধ্যে ১০ হাজার কেন্দ্রে সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৬.৯ শতাংশ-অর্থাৎ প্রায় ১৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপের ১৫৬ উপজেলা পরিষদের নির্বাচনে তিনটি পদে এক হাজার ৮২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে ৫৯৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার এসব পদে ২২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে বিজয়ী হয়েছেন। দুইটি উপজেলায় তিনটি পদে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছেন।

স্বাআলো/এস

Debu Mallick