রাজনীতি

মুক্তিযুদ্ধের সংবিধানকে মিথ্যা প্রমাণের চেষ্টা চলছে: মেজর হাফিজ

ঢাকা অফিস ঢাকা অফিস | August 2, 2025

মুক্তিযুদ্ধ করে যে সংবিধান লেখা হয়েছে, তাকে মিথ্যা প্রমাণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, পৃথিবীর কোনো দেশেই অনির্বাচিত সরকার সংবিধান সংশোধনের চেষ্টা করে না।

শনিবার (২ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের’ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, “জুলাই যোদ্ধাদের আশা পূরণ না হওয়ার প্রধান কারণ হলো, বর্তমান সরকার জুলাই চেতনা ধারণ করে না। এই সরকারের কেউই শেখ হাসিনার ১৭ বছরের দুঃশাসন নিয়ে একটি কথাও বলেনি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. এ জেড এম জাহিদ হোসেন বলেন, “ভবিষ্যতে যাতে আর কেউ ফ্যাসিস্ট আচরণ করার সাহস না পায়, সেজন্য সেরকম বিচার করতে হবে।” তিনি ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “ঐক্যে ফাটল ধরলে স্বৈরাচারী শক্তি সুযোগ নেবে।”

আলোচনা সভায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের বিভিন্ন পর্যায়ের নেতা এবং জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Shadhin Alo