উরুগুয়ের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দাঁড়িয়ে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটিতে চোখ থাকবে পুরো ফুটবল বিশ্বের। রবিবার (৭ জুলাই) সকাল ৭টায় সেই ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এর আগে ভোর ৪টায় কলম্বিয়া-পানামা ম্যাচ রয়েছে। তবে সেই ম্যাচ ছাপিয়ে আলোচনার কেন্দ্রে রয়েছে সেলেসাও বাহিনী।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। তাতে পরাশক্তি হিসেবে ব্রাজিলের ওপরে চাপ আরো বেড়েছে। যেখানে চিন্তার ভাঁজ তৈরি করেছে ব্রাজিলের বাজে ও উরুগুয়ের উড়ন্ত ফর্ম। উরুগুয়ে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় পেয়েছে। ব্রাজিলের জয় ছিলো মাত্র ১টি, বাকি ২ ম্যাচে ড্র।

সেমিতে আর্জেন্টিনাকে পেলো কানাডা

মার্সেলো বিয়েলসা দায়িত্ব নেয়ার পরে ১৩ ম্যাচ খেলে মাত্র দুইটিতে হেরেছে উরুগুয়ে। অন্যদিকে কোস্টারিকা ও কলম্বিয়ার বিপক্ষে ড্র করা ব্রাজিল কতটা সফল হতে পারবে এই ম্যাচে, সেটি নিয়েও রয়েছে সংশয়। দরিভাল জুনিয়রকে ব্রাজিল দলের জন্য আনা হয়েছে একটি নতুন যুগের সূচনা করতে। কিন্তু তার হাত ধরে জাত ফুটবলের প্রদর্শনী দেখাতে পারেনি দলটি। যদিও ৬২ বছর বয়সী এই কোচ এখনো হারের সাক্ষী হননি। তবে যেভাবে এগিয়ে যাচ্ছে ব্রাজিল সেটি নিয়ে শঙ্কা রয়েছে।

এ দিকে উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রকে পাচ্ছে না ব্রাজিল। তাতে আরো সংশয় যোগ হয়েছে। গেলো বছরের অক্টোবরে এই উরুগুয়ের বিপক্ষে ২-০ গোলে হেরেছিলো ব্রাজিল। সেই ম্যাচে নেইমার জুনিয়রও হার দেখেছিলেন। অবশ্য চোট নিয়ে দলের এই বড় তারকা মাঠ ছেড়েছিলেন খেলা শেষ হওয়ার আগে।

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ব্রাজিল

এবার তো চোটের কারণে পুরো টুর্নামেন্টেই নেই নেইমার। তাতে মরার ওপরে খাঁড়ার ঘা দশা হয়েছে ব্রাজিলের। বর্তমানে যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা, সেটি শোচনীয়। আগামীকালের ম্যাচে জয় তুলে নিতে পারলে সেখানে কিছুটা স্বস্তি মিলবে। নাহলে বাঁচা-মরার ক্ষণ থেকে ব্রাজিল কেবল হতাশা নিয়েই ফিরবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ইউএনওর নম্বর ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)...

দেশে বেকার বেড়ে ২৬ লাখ ৬০ হাজার, বাড়বে আরো

দেশে বেকারের সংখ্যা বেড়ে এখন ২৬ লাখ ৬০ হাজার।...

নড়াইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৪

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার সদর উপজেলায় পিকআপ ও ট্রাকের...

উষ্ণভাব আরো দুই-তিন দিন, বৃহস্পতিবার থেকে শৈত্যপ্রবাহ

কুয়াশার ঘনত্ব কমে সূর্যের দেখা মেলায় রোববার তাপমাত্রা বেড়েছে...