বাগেরহাটে ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

বাগেরহাটের চিতলমারী উপজেলার ব্যবসায়ী রুবেল ফকির হত্যা মামলায় রাজু ফকির (২২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক রবিউল ইসলাম মঙ্গলবার (২১ নভেম্বর) এই রায় দেন। সেই সাথে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার বাকী ১০ আসামিকে বেকসুর খালাস দেয় আদালত। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

বাগেরহাটে সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্বামী-স্ত্রী গ্রেফতার

রাজু ফকির চিতলমারী উপজেলার খিলিগাতি গ্রামের বাসিন্দা। ব্যবসায়ী রুবেল ফকির একই গ্রামের বাসিন্দা।

আদালত সুত্রে চাঞ্চল্যকর এ মামলার সংক্ষিপ্ত বিবরণ ও রায় বিষয়ে জানা যায়, ২০১৯ সালের ২ মে রাতে চিতলমারী উপজেলার খিলিগাতি বাজার এলাকায় ব্যবসায়ী রুবেল ফকিরের সাথে পাওনা টাকা নিয়ে বাকবিতন্ডা হয় রাজু ফকিরের। এক পর্যায়ে রাজু ফকির ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে রুবেলের মাথায় আঘাত করে। পরে গুরুত্বর আহত অবস্থায় রুবেল ফকিরকে প্রথমে বাগেরহাট জেলা হাসপাতালে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন ৩ মে উন্নত চিকিৎসার জন্য খুলনা থেকে ঢাকায় যাওয়ার পথে রুবেলের মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের মা শিরিনা বেগম বাদী হয়ে চিতলমারী থানায় রেজাউল ফকিরসহ ১০-১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। একই বছর ২৭ আগস্ট জেলা গোয়েন্দা পুলিশের ওসি রেজাউল করিম ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। আদালত চার্জ গঠনের সময় এক আসামিকে অব্যাহতি প্রদান করেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...