আজাদুল হক, বাগেরহাট: বেসরকারী উন্নয়ন সংস্থ্যা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচীর আওতায় বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার বারুইখালী উত্তর সূতালড়ি গ্রামের স্বপ-সারথি দলের কিশোরীদের সাথে জীবন দক্ষতা বিষয়ে একটি সেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে অনুষ্ঠিত এ সেশনে বয়:সন্ধি কালে কিশোরীদের শারীরিক, মানসিক ও আচরণ গত পরিবর্তন এবং করণীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়।
এর আগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সেলপ কর্মসুচীর আয়োজনে মোড়েলগঞ্জ পৌরসভার সভা কক্ষে বাল্যবিয়ে নিরোধ কমিটির সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোড়েলগঞ্জ পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমান মিলন। সভাটি পরিচালনা করেন কর্মসুচী অফিসার মাফুজা খাতুন। সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, শিক্ষক, নিকাহ রেজিস্টার ও এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
সভায় অংশ গ্রহণকারীগণ বাল্য বিয়ে প্রতিরোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন এবং তা বাস্তবায়নের মাধ্যমে মোড়েলগঞ্জ পৌরসভাকে বাল্য বিয়ে মুক্ত করার অঙ্গীকার করেন। উক্ত সেশন দুইটিতে উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসুচীর জেলা ব্যাবস্থাপক পলাশ হালদার।
স্বাআলো/এস/বি