যশোরে মাদক মামলার আসামি হযরত আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সোহেল নামে আরেক আসামিকে খালাস দেয়া হয়েছে।
রবিবার (২২ অক্টোবর) অতিরিক্ত দায়রা জজ জুয়েল অধিকারী এই রায় দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত হযরত আলী যশোর শহরতলীর খোলাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
যশোরে মাসুদ রানা হত্যা মামলার আসামি রাজু রিমান্ডে
মামলার বিবরণে জানা গেছে, যশোরের ডিবি পুলিশ ২০১২ সালের ২৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা সড়কের জগহাটি গ্রামের রোলপাড়ার মোড়ে অবস্থান নেয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌগাছা থেকে ছেড়ে আসা একটি সবজিবোঝাই পিকআপ দেখে থামার সংকেত দেয় পুলিশ সদস্যরা। এ সময় পিকআপ থামিয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়। এরপর পিকআপে সবজির নিচ থেকে ১৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এই ঘটনায় ডিবির উপপরিদর্শক (এসআই) ইউনুচ আলী আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালী থানায় মামলা করেন।
যশোরে চিকিৎসার নামে প্রতারণা, কবিরাজ আটক
তদন্ত শেষে কোতোয়ালী থানার এসআই আবুল খায়ের মোল্যা ২০১২ সালের ৩১ আগস্ট এজাহারনামীয় দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামি হযরত আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
রায় প্রদান শেষে সাজাপ্রাপ্ত হযরত আলীকে জেলহাজতে প্রেরণের আদেশ দেয়া হয়েছে।
স্বাআলো/এস