যশোরের সদর উপজেলা ইছালী ইউনিয়নের কামারগন্নি গ্রামে বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল খেলার সময় এ দুর্ঘটনা ঘটে।
মৃত মিশকাত রহমান সুলতান কামারগন্নি গ্রামের রাসেল হোসেনের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ছাত্র ছিলো।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার মিশকাত কামারগন্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলো। খেলার সময় হঠাৎ করেই বজ্রপাত হয়। আকস্মিক বজ্রপাতে মিশকাত গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়ে।
পাশে থাকা লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক মিশকাতকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বাআলো/এস