খুলনা বিভাগ

যশোরে বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | October 1, 2025

যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় বুধবার সকালে মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতে হাকিম সরদার (৬৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

তিনি বসুন্দিয়া ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং খোলাডাঙ্গা গ্রামের আব্দুর রবের ছেলে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১ অক্টোবর) আনুমানিক সাড়ে আটটার দিকে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টির মধ্যেই হাকিম সরদার তার নিজস্ব মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত ঘটে। পাশের ঘেরে কর্মরত কয়েকজন ব্যক্তি হঠাৎ দেখতে পান যে হাকিম তার ঘেরের পাড়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। তারা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং চিকিৎসকের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বসুন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী আব্দুল আজিজ জানান, বজ্রপাতে হাকিম সরদার ঘটনাস্থলেই নিহত হন। তিনি আরও জানান, নিহতের নামাজের জানাজা আজ আসরবাদ খোলাডাঙ্গা আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

হাকিম সরদারের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তিনি এলাকায় একজন পরিচিত ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

স্বাআলো/এস

Shadhin Alo