‘তাসকিন-মুস্তাফিজের সঙ্গে খেলা আমার কাছে স্বপ্নের মতো’

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরুর আগে বাংলাদেশের নতুন দুশ্চিন্তার নাম শরিফুল ইসলাম। চোটের কারণে প্রথম ম্যাচে তাঁকে না পাওয়া এক প্রকার নিশ্চিত। এমনিতে দল ভালো অবস্থায় নেই। তার ওপর দলের ভালো ফর্মে থাকা পেসারের চোট বড় ধাক্কা বাংলাদেশের জন্য।স্বাভাবিকভাবে বিষয়টি মন খারাপের মতো শরিফুলের জন্য।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে অবশ্য পরিস্থিতি ভিন্ন ছিলো। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বিসিবির ধারাবাহিক ‘দ্য গ্রিন অ্যান্ড রেড স্টোরিতে’ শরিফুলকে তাই দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। এবারের পর্বে এই বাঁহাতি পেসার জানিয়েছেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানদের সঙ্গে খেলা তাঁর জন্য কতবড় পাওয়া।

তাসকিন-মুস্তাফিজের সঙ্গে বাংলাদেশের পেস বোলিং আক্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শরিফুল। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পর বেশ দ্রুততম সময়ে দলে নিজের জায়গা পোক্ত করছেন তিনি। শরিফুল বলছিলেন, বিপিএলে খেলেছি, ডিপিএল, তারপর জাতীয় দলে তাসকিন ভাইয়ের সাথে খেলেছি। মুস্তাফিজ ভাইয়ের সঙ্গেও খেলা হয়

যখন অনেক ছোট ছিলাম, ভাবতাম কবে উনাদের সঙ্গে খেলব। তাদের সাথে এখন খেলছি, স্বপ্নের মধ্যে এটি একটি পাওয়া। বাংলাদেশ দলকে এখন শরিফুলের প্রায় সমবয়সী নাজমুল হোসেন নেতৃত্ব দিচ্ছেন। দুইজনের বয়সের পার্থক্য দুই বছর। শরিফুলের চোখে অধিনায়ক নাজমুল বেশ বন্ধুত্বপূর্ণ চরিত্র, খুব ভালো, স্বাধীনতা দেয়।

আর খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করে। সবাই উনাকে খুব পছন্দ করে। কারণ আমরা বোলাররা যদি কিছু একটা করতে চাই, কিছু একটা যদি বলি, উনি ওইটা খুব গুরুত্বসহকারে দেখেন। সব অধিনায়কই দেখে, শান্ত ভাইও দেখে। শান্ত ভাইয়ের সাথে অনেকদিন ধরে খেলছি। সেক্ষেত্রে আচরণ বলি, সবকিছুই ভালো।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...