নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫ তম মাসিক সাহিত্য সভা শুক্রবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হয়।
যশোর শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু।
সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি অধ্যাপক সুরাইয়া শরীফ, কবি অরুণ বর্মন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি নাঈম নাজমুল, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম।
কবি সোনিয়া সুলতানা চাপার উপস্থাপনার কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, বিএসপির সাবেক সভাপতি এডিএম রতন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না, সহসভাপতি আমির হোসেন মিলন, নূরজাহান আরা নীতি, সঞ্জয় নন্দী, দীনেশ মন্ডল, ডা. আহাদ আলী, ভদ্রাবতী বিশ্বাস, ডা. অমল কান্তি সরকার, এমএকাসেম অমিয়, গোলাম মোস্তফা, আতিয়ার রহমান, কুতুব উদ্দিন বিশ্বাস, অ্যাডভোকেট মাহমুদা খানম, আব্দুল হালিম, শংকর নিভানন, আব্দুল আলীম ও নজরুল ইসলাম প্রমুখ।
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির প্রজ্ঞাপন জারি করায় বর্তমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
স্বাআলো/এস