জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘প্রাণি সম্পদে ভরবে দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে প্রাণি সম্পদ প্রর্দশনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সদর উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রাণি দফতর ও ভেটেরিনারি হাসপাতাল সদর উপজেলার আয়োজনে এবং প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এবং প্রাণি সম্পদ ও মৎস্য প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাশ।
লাইভ স্টক ফিল্ড এ্যাসিস্টান্ট খাইরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার।
স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ সাঈদ হাসান।
প্রাণি সম্পদ প্রর্দশনীতে ৪০টি স্টলে সদর উপজেলার বিভিন্ন খামারি তাদের পশু ও প্রাণি নিয়ে প্রর্দশনীতে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সদর উপজেলা বিভিন্ন দফতরের প্রধানগণ, খামারিবৃন্দ এবং উপজেলা প্রাণি দফতরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাআলো/এস