জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: জেলা কসবায় সিএনজি চালিত অটোরিকশাকে সাইট দিতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফয়সাল আহমেদ (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন।
সোমবার (১৭ জুন) সন্ধ্যায় দিকে কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দরপাড়া রাস্তায় এই দুর্ঘটনার ঘটে।
নিহত ফয়সাল আহমেদ জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর গ্রামের বংশী পাড়ার ফরিদ আহমেদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, কোরবানির গরুর মাংস নিয়ে ফয়সাল মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি থেকে আখাউড়ায় তার ফুফুর বাড়িতে যান। সেখান থেকে বাড়িতে ফেরার পথে কসবা-আখাউড়া সড়কের গোপীনাথপুর সেকান্দর পাড়া রাস্তার মাথায় একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইট দিতে গিয়ে ফয়সাল মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে করে তার মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে ডোবায় পড়ে যায়। এই ঘটনা ফয়সাল আহত হলে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, মরদেহ কুমিল্লায় হাসপাতালে আছে। পরিবারের পক্ষে থেকে এখনও পুলিশকে কিছু জানানো হয়নি
স্বাআলো/এস/বি