বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি করা বিপুল পরিমান চিংড়ির চালান জব্দ

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: মিথ্যা ঘোষণায় ভারত থকে আমদানিকৃত সামুদ্রিক মাছের ট্রাকে বিপুল পরিমান চিংড়ি মাছ আটক করেছেন কাস্টমস কর্মকর্তরা।

সোমবার (২৯ এপ্রিল) বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে মিথ্যা ঘোষণা দিয়ে সামুদ্রিক মাছের ট্রাকে চিংড়ি মাছ আমদানি করে সরকারের ১৫ লাখ টাকার রাজস্ব ফাকি দেয়া হচ্ছিলো বলে কাস্টমস সুত্র জানায়।

পন্য চালনটির আমদানিকারক প্রতিষ্ঠান খুলনার বুলবুল ট্রেডার্স, পন্য চালানটি খালাসের দায়িত্বে ছিলো বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট শহিদ ট্রেডিং কর্পোরেশন। পন্য চালানটির ভারতীয় ট্রাক নং- ডই-২৩-ঋ-৮৩০৩। আমদানিকৃত মাছের কাস্টম বিল অব এন্ট্রি নম্বর সি-৩৭৩৮১। যার বিন নম্বর-০০২০৭৩৪০৬।

তীব্র গরমে বেনাপোল বন্দরে পঁচছে আমদানি করা আলু

মাছের চালানটিতে ঘোষণা দেয়া হয়, ৮৭ কার্টুন মাছ যার ঘোষিত নীট ওজন পাঁচ হাজার ১৭ কেজি, কিন্ত কাস্টমস কর্তৃপক্ষ মিথ্যা ঘোষণায়, ১১ প্যাকেজ মাছ বেশি পায়। আকারে বড় ও অতিরিক্ত ৪৭০ কেজি চিংড়ি মাছ আটক করেন। আমদানিকৃত চিংড়ি মাছের চালানে ১৫ লাখ টাকার রাজস্ব ফাকি দেয়া হচ্ছিলো।

বেনাপোল কাস্টমস কমিশনার আব্দুল হাকিম জানান, গোপন সুত্রে খবর পেয়ে ভারত থেকে আমদানি করা একটি সামুদ্রিক মাছের চালানের ট্রাকে তল্লাশি করা হয়। তল্লাশি করে ঘোষণার অতিরিক্ত ১১ প্যাকেজে ৪৭০ কেজি বড় আকারের  চিংড়ি মাছ পাওয়া যায়। এবং তা আটক করা হয়। এ ব্যাপারে আমদানিকারকের বিন লক করা হবে এবং সিএন্ডএফ এজেন্টের লাইসেন্স বাতিল করা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...