বিনোদন ডেস্ক: ‘কাজলরেখা’ সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী। এরপর থেকেই এই জুটিকে নিয়ে জল্পনা চলছে। প্রেমে জড়িয়েছেন দুইজন, এমন শিরোনামে একাধিকবার উঠে এসেছে তাদের নাম। কিছুদিন আগে মন্দিরা এই বিষয়ে নিজের বক্তব্য স্পষ্ট করেন।
জানান, বিষয়টি শুধুই গুঞ্জন। এবার এ প্রসঙ্গে মুখ খুললেন শরীফুল রাজ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি।
সাক্ষাৎকারে শরীফুল রাজকে প্রশ্ন করা হয় মন্দিরার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, নবাগত নায়িকা হিসেবে মন্দিরা অসাধারণ। সে স্মার্ট, গর্জিয়াস, গুণী, মেধাবী একজন শিল্পী। প্রথম ছবিতেই সফলতা পেয়েছে। আমাদের ছবির প্রচারণায় একসঙ্গে বের হতে হয়, এজন্য মানুষ এগুলো গুঞ্জন ছড়াচ্ছে প্রেম নিয়ে। এটা সব ছবির সময়ই হয়ে থাকে। সব নায়ক-নায়িকাদের নিয়েই এমন গুঞ্জনের রেওয়াজ আছে।
৪৩ বছর বয়সী স্বস্তিকার বিপরীতে ৩২ বছরের রাজ
প্রেমের বিষয়ে প্রশ্ন করা হলে রাজ জানান, জীবনে অনেকগুলোই প্রেম করেছেন তিনি। কিন্তু একটাও টেকসই হয়নি। তবে বিচ্ছেদ হলে ঘুরতে বেরিয়ে পড়েন এই অভিনেতা। এরপর ফুল এনার্জি নিয়ে আবার কাজে মন দেন।
এর আগে দুইজনের প্রেমের গুঞ্জনে সংবাদমাধ্যমে কথা বলেছিলেন মন্দিরা। বলেছিলেন, আমরা খুবই ভালো বন্ধু। প্রেমটা হওয়ার সুযোগ নেই আসলে। বলতে পারি সে আমার খুবই ভালো একজন বন্ধু হয়ে উঠেছে।
‘কাজলরেখা’ সিনেমায় রাজ-মন্দিরা ছাড়াও রাফিয়াত রশিদ মিথিলা, সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম প্রমুখ অভিনয় করেছেন। মুক্তির পর থেকেই সিনেমাটি রয়েছে দর্শকদের আলোচনায়।
স্বাআলো/এস