ভোক্তাপর্যায়ে স্বস্তি দিয়ে আবারো কমলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে এক হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
একই সঙ্গে পরিবহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে চার টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এই নতুন মূল্য ঘোষণা করে। নতুন এই দর আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
বিইআরসির ঘোষণা অনুযায়ী, আগস্ট মাসের জন্য নির্ধারিত এই দামে ভোক্তারা স্বস্তি পাবেন। এর আগে গত ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। সে সময় অটোগ্যাসের দামও প্রতি লিটারে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা করা হয়। সেই হিসাবে, গত মাসের তুলনায় এ মাসে দাম কমার হার বেশ উল্লেখযোগ্য।
সাধারণত, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার ওপর ভিত্তি করে প্রতি মাসে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করে থাকে বিইআরসি। তারই ধারাবাহিকতায় আগস্ট মাসের জন্য এই নতুন দাম ঘোষণা করা হলো।
নতুন এই মূল্য তালিকা কার্যকর হওয়ায় এখন থেকে ভোক্তারা ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ২৭৩ টাকায় এবং গাড়ির চালকেরা প্রতি লিটার অটোগ্যাস ৫৮ টাকা ২৮ পয়সায় কিনতে পারবেন।
স্বাআলো/এস