যশোর

কেশবপুরে মধুমেলা শুরু ১৯ জানুয়ারি, চলবে ৯ দিন

| October 20, 2023

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোরের কেশবপুরে সাগরদাঁড়িতে এবার ৯ দিনব্যাপী মধুমেলা অনুষ্ঠিত হবে।

যশোর কালেক্টরেটের অমিত্রাক্ষর সভাকক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক খালেদা খাতুন রেখা।

সভায় জানানো হয়, মাইকেল মধুসূদন দত্তের স্মরণ এবার ১৯ জানুয়ারি শুরু হবে মধুমেলা, যা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, প্যানেল মেয়র মোকসিমুল বারি অপু, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দ্দৌলা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শিক্ষাবিদ ডক্টর মুস্তাফিজুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপংকর দাস রতন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম আরাফাত হোসেন প্রমুখ।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply