খুলনা ব্যুরো: খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর বাইতুন নূর জামে মসজিদের ইমাম আব্দুস সাত্তার হুজুরের মেজো ছেলে তাজিমুল ইসলাম (৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ)।
নিহত তাজিমুল ইসলাম ডুমুরিয়া উপজেলার চুকনগর সদর ওয়ার্ডের পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা।
রবিবার খুলনা–সাতক্ষীরা মহাসড়কের ১৮ মাইল চারা বটতলা নামক স্থানে এ দুঘর্টনা ঘটে।
ঝিনাইদহে ট্রাকচাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
স্থানীয় সূত্রে জানা যায়, সহোদর দুই ভাই বাইসাইকেল চড়ে আঠারো মাইলের দিকে যাচ্ছিলো। পিছন থেকে ঘাতক ট্রাকটি ধাক্কা দিয়ে পালিয়ে যায়, স্থানীয়রা উদ্ধার করে ছাত্রটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
যশোরসহ ৯ জেলায় বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ে ১৩ জন নিহত
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দীন আহম্মেদ দূর্ঘটনার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন।
স্বাআলো/এস