বিনোদন

‘ইত্যাদি’র নতুন পর্ব ঝিনাইদহে

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | May 18, 2025

দেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরই দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতি তুলে ধরে। তারই ধারাবাহিকতায় ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হলো ঝিনাইদহ জেলায়।

মহেশপুর উপজেলার এশিয়ার বৃহত্তম কৃষি খামার দত্তনগর বীজ উৎপাদন খামারের মনোরম পরিবেশে ধারণ করা হয় এই পর্ব।

শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলে ইত্যাদির ধারণ কার্য।

দত্তনগর কৃষি ফার্মের ঐতিহাসিক কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণকে বর্ণিল সাজে সজ্জিত করে এই আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছিল। বিপুল সংখ্যক দর্শক ইত্যাদির ধারণ দেখতে উপস্থিত ছিলেন।

বরেণ্য উপস্থাপক হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনায় এবারের ইত্যাদি পর্বে ঝিনাইদহের গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তবর্তী এই জেলার জীবনগাঁথা, মহান স্বাধীনতা যুদ্ধের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পৈতৃক ভিটা, এশিয়ার সর্ববৃহৎ বটবৃক্ষ বেথুলি বটগাছ এবং জেলার বিভিন্ন বাওড়ের গল্প উঠে এসেছে ইত্যাদির এবারের পর্বে।

ঈদে ইত্যাদিতে থাকছে বিদেশিদের নিয়ে চমক

ইত্যাদির ধারণকে ঘিরে ঝিনাইদহ জেলাসহ আশপাশের জেলা-উপজেলাগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছিল। স্থানীয় বাসিন্দারা প্রিয় অনুষ্ঠান ইত্যাদি নিজেদের জেলায় ধারণ হতে দেখে উচ্ছ্বসিত ছিলেন।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার জানিয়েছিলেন, ইত্যাদির ধারণ আয়োজনের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং সবকিছু সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ইত্যাদির এই পর্বটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বিটিভি ওয়ার্ল্ডে একযোগে সম্প্রচারিত হবে।

স্বাআলো/এস

Shadhin Alo