মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, ভুট্টা, মসুর, সরিষা, শীতকালীন পেঁয়াজ, মুগ ও গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণর করা হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে রবি ও বিভিন্ন ফসলের প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ করা হয়।
রবিবার (২৯ অক্টোবর) সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর। উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান কারিগরি আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুফি রফিকুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, জেলা কৃষক লীগের সভাপতি মঈনুল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বিপু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রানী দত্ত প্রমুখ।
সদর উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, সদর উপজেলায় ১৪ হাজার ৮৪০ জন কৃষকের মাঝে সার ও বীজ এবং ৩ হাজার ১০০ কৃষকদের মাঝে হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ করা হবে। প্রতিটি কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
স্বাআলো/এসএ