মাগুরায় যাত্রীবাহী বাসে আগুন দিলো বিএনপি

মাগুরা শহরের ভায়না মোড় এলাকায় এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে মাগুরা থেকে ঝিনাইদহমুখী এসবি পরিবহনের বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে তারা।

এ সময় একাধিক সিএনজিতে হামলা ও ভাংচুর চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এসব হামলা ও ভাংচুরের সময় দ্রুত নামতে গিয়ে কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন।

এ সময় হামলাকারীদের হাতে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনার সময় হামলাকারীরা সেখানে বেশ কিছু ককটেল ও বোমা বিষ্ফোরণ ঘটায়। ঘটনার কিছুক্ষণ পরে পুলিশ ও ফায়ার সার্ভিস বাসের আগুন নেভায়। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে এসে বিক্ষোভ মিছিল করে। তার আগে হামলাকারীরা পালিয়ে যায়। হামলাকারীরা সংখ্যায় ২০ থেকে ৩০ জন ছিলো।

গোটা এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগে ঢাকার রোড বাসস্ট্যান্ড এলাকায় যশোর থেকে ফরিদপুরগামী একটি বাসে হামলা চালায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে সেখানে কেউ আহত হয় নি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কলিমুল্লাহ জানান, ঘটনার সাথে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এটি বাদে জেলার আইনশৃংঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা জানান।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।বুধবার (৮ জানুয়ারি)...

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫)...

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল...

ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করলো সরকার

খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী...