লিটন ঘোষ জয়, মাগুরা: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মাগুরায় জেলা প্রশাসন একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের মাঠে খেলাটি আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
শনিবার (২৩ মার্চ) জেলা প্রশাসন বনাম পৌরসভার মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচটি তিন-তিন গোলে ড্র হলে ম্যাচটি সরকারি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে পৌরসভা একাদশ চার-তিন গোলে জয়ী হয়।
খেলা শেষে পৌরসভার পক্ষ থেকে সকল খেলোয়াড়দের প্রীতি উপহার দেয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বিজয়ী পৌরসভা একাদশের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রশান্ত কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, এনডিসি আলাউদ্দিন কাদের, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল সহ অন্যরা।
স্বাআলো/এস