খুলনা বিভাগ

খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষ, নিহত ৩

খুলনা ব্যুরো খুলনা ব্যুরো | May 17, 2025

খুলনার ডুমুরিয়া উপজেলায় মাহিন্দ্রা ও তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

শনিবার (১৭ মে) ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় আহত সাতজনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পর তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রী বোঝাই একটি মাহিন্দ্রা চুকনগর থেকে খুলনার দিকে আসছিলো। পথিমধ্যে গোলনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনার পর স্থানীয়দের মধ্যে শোক ও উত্তেজনা বিরাজ করছে।

স্বাআলো/এস

Shadhin Alo