ঢাকা অফিস: নিরাপত্তা বিশ্লেষক এবং অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের ক্লাব কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ মারা গেছেন।
শুক্রবার (১৪ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মৃত্যুবরণ করেন তিনি।
চার মাসের মধ্যে প্রাথমিকে ১০ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হবে
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। এর আগে গুরুতর অসুস্থ হলে আব্দুর রশীদকে সিএমএইচে ভর্তি করা হয়।
জুমার নামাজের পর মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এর পর আর্মি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
নড়াইলে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিক্ষা সামগ্রী বিতরণ
পরিবারের সদস্যরা জানান, গত দুমাস ধরে তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সেখান থেকে দেশে ফেরার পর সাবেক এ সেনা কর্মকর্তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়।
দেশের টেলিভিশন চ্যানেলগুলোর অত্যন্ত পরিচিত মুখ আব্দুর রশীদ। পাশাপাশি তিনি বিভিন্ন সংবাদপত্রে নিয়মিত কলাম লিখতেন।
স্বাআলো/এস/বি