খুলনায় মাদক মামলায় ৪ আসামির যাবজ্জীবন

খুলনায় মাদক মামলায় চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একইসঙ্গে তাদের পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের সশ্রম করাদণ্ড দিয়েছেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার নবাবপুর গ্রামের আব্দুল্লাহ শেখ, খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়ার জাকির হোসেন, বাগেরহাটের শরণখোলা গোলবুনিয়া গ্রামের মেহেদী হাসান তুহিন ও পিরোজপুর মঠবাড়িয়া এলাকার বাবুল।

মামলা সূত্রে জানা যায়, ২০১১ সালে ১৬ এপ্রিল দুপুরে র‌্যাব-৬ খুলনার একটি টিম অভিযান চালিয়ে নগরীর চানমারী আহমাদীয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে খুলনা সদর থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের খুলনা জেলা কারাগারে পাঠানো হয়।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...

রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি সম্ভব নয়

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে মিয়ানমারে কখনোই স্থায়ী শান্তি...

১ মে থেকে সারাদেশে ডিম-মুরগির খামার বন্ধ ঘোষণা

ঢাকা অফিস: লাগাতার লোকসানের মুখে এবং পোল্ট্রি খাতে সিন্ডিকেট...

 ঘুষ চাওয়ায় খুলনা সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা, ৭০ হাজার টাকা উদ্ধার

খুলনা অফিস: খুলনা সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের...