বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পুলিশের বাধায় হাইকোর্টের ফটকে আটকে গেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই কর্মসূচি শিক্ষকরা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শিক্ষকরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি ও আন্দোলন চলবে। কোনো শিক্ষক শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করবেন না। শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন।
এর আগে, গত ১২ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন এবং লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
গত রবি ও সোমবার রাতভর শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে খোলা আকাশের নিচে অবস্থান করে রাত কাটান। তাদের দাবি, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও আন্দোলন চলবে।
এদিকে, সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা কর্মবিরতি পালন করে যাচ্ছেন। তারা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও কোনো শ্রেণি কার্যক্রমে অংশ নিচ্ছেন না। বিভিন্ন স্থানে শিক্ষকরা ব্যানার-প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানাচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন।
স্বাআলো/এস