বাঙালি অভিনেত্রী বিদিতা বাগ ‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে আলোচনার শীর্ষে উঠে আসেন।
এ অভিনেত্রী বলেন, হ্যাঁ, নারীরা ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণের সুবিধা নিচ্ছেন। কিন্তু সবাই না। কিছু নারী এর অপব্যবহার করছেন।
নতুন সিনেমায় নিজের চরিত্রের বিষয়ে বিদিতা বলেন, সিনেমাটিতে সমাজকর্মী ও আইনজীবীর চরিত্রে অভিনয় করেছি। এই সিনেমার গল্প গড়ে উঠেছে ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণকে কেন্দ্র করে। ভুক্তভোগীদের সুরক্ষা দেয়ার জন্য আইন তৈরি হয়েছে। এখন কিছুটা পরিবর্তন এসেছে। সে যদি যথেষ্ট আয়-রোজগার করে থাকে তবে স্বামীর কাছ থেকে ক্ষতিপূরণ নিতে পারবে না।
‘বাবুমশাই বন্দুকবাজ’ সিনেমার পর আরো বোল্ড চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কি না? জবাবে বিদিতা বলেন, হ্যা, পেয়েছিলাম। কিন্তু ফিরিয়ে দিয়েছি। এসব চরিত্রে অভিনয় করে আমি কেনো ‘সেক্স বম্ব’ হবো?’
স্বাআলো/এস