মাগুরায় ২০২৪ সালের জুলাই মাসের গণতন্ত্র ও বৈষম্যবিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই ২০২৫) জেলার ঢাকা রোড ব্রীজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের নির্ধারিত স্থানে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা, সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক অহিদুল ইসলাম বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে এ স্মৃতিস্তম্ভ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এটি নতুন প্রজন্মকে স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার ও বৈষম্যবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করবে।
শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
স্বাআলো/এস