দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলীয় নেতৃবৃন্দ।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এসময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচীন চক্রবর্ত্তী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত বিভিন্ন প্রার্থীর পক্ষে মোট ৯টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
স্বাআলো/এসএ