জাতীয়

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বেড়ে ১২০ দিন হচ্ছে, মন্ত্রিসভায় অনুমোদন

| October 9, 2023

নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি বেড়ে ১২০ দিন করা হয়েছে।

সোমবার (৯ অক্টোবর) আট দিন বাড়িয়ে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। এর আগে এ ছুটি ১১২ দিন ছিলো।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, আগে এ ছুটি ১১২ দিন ছিলো, এখন বেড়ে ১২০ দিন হয়েছে। আট দিন বেড়েছে। স্ব বেতনে সুবিধা মতো ছুটি নিতে পারবেন।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply