সাকিবের বলে বোল্ড হলেন ম্যাথুস

স্পোর্টস ডেস্ক: ফিফটি করে বেশিক্ষণ টিকতে পারলেন না ম্যাথুস। দুর্দান্ত এক টার্নে ম্যাথুসকে বোল্ড করেন সাকিব। ৭৪ বলে ৫৬ রান করে ফিরলেন ম্যাথুস। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিশ্ব ফার্নান্দো। ৫৫ বলে ১৬ রানে খেলছেন প্রবাথ জয়াসুরিয়া। ৩৬ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ সাত উইকেটে ১৩২ রান। তাদের লিড এখন ৪৮৫ রানের।

ম্যাথুসের ফিফটি, লিড পাঁচশ ছুঁইছুঁই

সাকিবের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি তুলে নিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। চার চারে ৬৭ বলে ফিফটি ম্যাথুসের। সব মিলিয়ে ১০৯ ম্যাচের ক্যারিয়ারে তার ৪১তম ফিফটি এটি। এর মধ্যে সফরকারীদের লিড প্রায় পাঁচশ ছুঁইছুঁই।

৩৫ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৩১ রান। ক্রিজে ৫৬ রানে ম্যাথুস ও ১৫ রানে আছেন জয়সুরিয়া। ৪৮৪ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।

৪৫৫ রানে এগিয়ে চতুর্থ দিনের ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

প্রথম ইনিংসে ১৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এতে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে স্বাগতিকরা। ৪৫৫ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের ব্যাটিংয়ে নেমেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের লক্ষ্য যতো দ্রুত অলআউট করা যায় লঙ্কানদের। আর সফরকারীদের লক্ষ্য বাংলাদেশকে রান পাহাড়ের চাপা দেয়া।

২৮ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১০৯ রান। ক্রিজে ৪৪ রানে ম্যাথুস ও পাঁচ রানে আছেন জয়সুরিয়া।

প্রথম ইনিংসে রান পাহাড় শ্রীলঙ্কার: চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫৩১ রান তুলে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। দলটির ছয় ব্যাটার ফিফটি পেয়েছেন। ওপেনার দিমুথ করুনারত্নে ৮৬ রান করেন, অন্য ওপেনার দিলশান মাদুশঙ্কা ৫৭ রান যোগ করেন। কুশল মেন্ডিস দলের পক্ষে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেন। কামিন্দু মেন্ডিস করেন ৯২ রান। এছাড়া চান্দিমাল ৫৯ ও ধনাঞ্জয়া ডি সিলভা ৭০ রান যোগ করেন।

স্বাআলো/এসআর

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...