জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এপ্রিল মাসে এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অধিদফতর।
তাপপ্রবাহের প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর। ঈদের পর তাপপ্রবাহের ফলে খেটে খাওয়া কর্মজীবী মানুষ তাদের কর্মে ফিরতে পারেনি। অনেকে কঠিন দিন পার করছে।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর জানান, আজ চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকতে পারে।
তিনি আরো জানান, তাপমাত্রা আরো বৃদ্ধি হতে পারে। খুলনা বিভাগের ওপর দিয়ে আপতত বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি না হওয়া পর্যন্ত এমন তাপমাত্রা অব্যাহত থাকবে।
চুয়াডাঙ্গা জেলায় মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা ছিলো ২৭ শতাংশ। এদিন দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস,সে সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৪৩ শতাংশ। সন্ধ্যা ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৪৭ শতাংশ।
এদিকে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপরিচালক বিভাষ চন্দ্র সাহা জানান, তাপপ্রবাহের ক্ষতি থেকে রক্সার জন্য ধানের শীষে দানা শক্ত না হওয়া জমিতে অবশ্যই ৫-৭ সেন্টিমিটার পানি ধরে রাখার পরামর্শ দিয়েছেন। এ সময় যেনো পানির ঘাটতি না হয়।
তিনি আরো জানান, বেগুন, টমেটো, মরিচসহ সবজি জাতীয় ফসলে ২/৩ দিন অন্তর সেচ প্রয়োগ করার ও পরামর্শ রাখেন।
স্বাআলো/এস