জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৯/২০ এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং ২০১২ সালের ৪ জুন তাপমাত্রা ছিলো ৪২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই মৌসুমে এটাই সর্বোচ্চ তাপমাত্রা।
তীব্র রোদের কারণে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যান চালকরা কাজ করতে না পেরে অনাহারে দিন পার করছেন। একটু প্রশান্তির খোঁজে গাছের ছায়া ও ঠাণ্ডা পরিবেশে স্বস্তি খুঁজছে স্বল্প আয়ের মানুষ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড তাপপ্রবাহ উপেক্ষা করে কাজে বের হচ্ছেন।
চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বৃষ্টির জন্য নামাজ আদায়
চুয়াডাঙ্গা রেলবাজার সততা ফিস সাপ্লায়ার্সের স্বত্তাধিকারী আব্দুল মালেক সরকার জানান, অতিরিক্ত গরমের কারনে মাছ খুবই কম আসছে। আবার ফোঁড়েরা মাছ কিনছে না। তারা বলছেন, অতিরিক্ত তাপপ্রবাহে ক্রেতা সকল বাজারে আসছে না ও মাছ খাচ্ছে না।
চুয়াডাঙ্গা শহরের ঝিনুক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম জানান, তিনি গ্রামে তিন বিঘা জমিতে মিষ্টি কুমড়ার আবার করেছেন।
তিনি জানান, অর্ধেক জমিতে সেচ দিতে পেরেছেন। আর অর্ধেক জমিতে লেবার সংকটের কারণে সেচ দিতে পাচ্ছেন না।
চুয়াডাঙ্গায় তাপপ্রবাহে বৃষ্টির জন্য নামাজ আদায়
তিনি জানান, গ্রামে ও শহরে কোনো লেবার এই তীব্র গরমে জমিতে কাজ করতে রাজী হচ্ছে না।
ভ্যান চালক মিনারুল ইসলাম জানান, আমি ভ্যান চালিয়ে প্রতিদিন এক হাজার থেকে এক হাজার ২০০ টাকা পর্যন্ত আয় করতাম কিন্তু গরমের কারনে গত তিন দিন ৫০০ টাকাও আয় হয়নি।
চুয়াডাঙ্গায় নিখোঁজ নারীর অর্ধগলিত লাশ উদ্ধার
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, শুক্রবার (২৬ এপ্রিল) ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ১১ শতাংশ ও দুপুর ১২টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ১৬ শতাংশ এবং সকাল ৯টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিলো ৫৫ শতাংশ।
তিনি আরো জানান, চুয়াডাঙ্গার উপর দিয়ে অতি তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চুয়াডাঙ্গার তাপমাত্রা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সকলকে সাবধানে চলাচলা ফেরার অনুরোধ করেছেন।
স্বাআলো/এস