Uncategorized

যশোরে মে দিবস পালিত

| May 1, 2025

নিজস্ব প্রতিবেদক:

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের সেতু তৈরি’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে নানা আয়োজনে উদযাপিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১ মে) সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের বকুলতলা মোড়, দড়াটানা মোড় হয়ে জজ কোর্ট মোড়ে গিয়ে শেষ হয়।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ-মহাপরিদর্শক মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই র‍্যালিতে আরও অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জেলা এনএসআইয়ের উপপরিচালক সুমন বিশ্বাস, খুলনা বিভাগীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শ্রমিকদল যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি তানভীরুল ইসলাম শাওন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক নুরুল আমিন, এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, জেলা পরিবহন শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক আবু মুর্তজা হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শ্রমজীবী মানুষ। র‍্যালির মাধ্যমে শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

মানবদেহে বার্ড ফ্লু সংক্রমণ সন্দেহে যশোরে আইইডিসিআরের টিম

একই দিন বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে মে দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সিনিয়র সাংবাদিক ও প্রাচ্য সংঘের প্রতিষ্ঠাতা বেনজিন খান, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সাইফুল ইসলাম সজল, সহ-সভাপতি বিএম আসাদ, সিনিয়র সাংবাদিক শেখ আবদুল্লাহ হুসাইন ও তারিকুল ইসলাম তারেক প্রমুখ।

সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গণমাধ্যমকর্মীদের শ্রমের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

স্বাআলো/এস

Shadhin Alo