চুয়াডাঙ্গায় মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ,’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১ মে) জেলা প্রশাসকের কার্যালয় থেকে শ্রমিকদের নিয়ে একটি র‌্যালি বের।

র‌্যালিটি দোয়েল চত্ত্বর ঘুরে আবার প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি সাহিত্য মঞ্চে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনসহ আরো অনেকে।

অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন-সংগ্রামের স্বীকৃতির দিন। শ্রমিকদের দাবির প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ১ মে সারা বিশ্বে দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা বিভিন্ন দিবস পালন করি। কিন্তু একমাত্র মহান মে দিবসটির সাথেই মহান কথাটি উল্লেখ করা হয়। অন্য দিবসে মহান কথাটি উল্লেখ করা হয়না। তাই এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য অনেকে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু বলেন, মহান মে দিবসটি শ্রমিকদের দিবস। আমরা সবাই শ্রমিক। তবে কাজের ভিন্নতা আছে। শ্রমিক মালিক একসঙ্গে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ তৈরি করতে হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...