খুলনা বিভাগ

যশোরে মাংসের দোকানের কর্মচারীকে ছুরিকাঘাত

| February 24, 2025

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের কাঠেরপুল এলাকায় মাংসের দোকানের এক কর্মচারীকে দুষ্কৃতিকারীরা ছুরিকাঘাত করেছে।

আহত তারেক হাসান (২৬) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) শহরতলীর শেখহাটি তমালতলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, তারেক হাসান কাঠেরপুল এলাকার মাংসের দোকানে কাজ করেন। ওইদিন সন্ধ্যায় তিনি যখন ওই স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন অজ্ঞাত কয়েকজন দুষ্কৃতিকারী তার উপর হামলা চালায়। তারা তার পিঠের সাইডে কোমরের উপরে চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তবে কারা কেনো তাকে ছুরিকাঘাত করেছে সে বিষয়ে তিনি কিছুই জানাতে পারেননি।

স্বাআলো/এস

Shadhin Alo