শিক্ষা

মেডিকেলে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

| December 7, 2023

ঢাকা অফিস: আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষা।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে ভর্তি কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়।

সভায় অংশ নেয়া স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

ভর্তি কমিটির সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলসহ (বিএমডিসি) ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট সব অংশীজন অংশ নেয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দ্রুততম সময়ে নীতিমালা সম্বলিত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply