জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, যা জানা গেলো

| October 22, 2023

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। এ অবস্থায় দেশে অস্থিতিশীল পরিস্থিতির আশঙ্কা করছে বিভিন্ন মহল।

তবে বাংলাদেশে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

রবিবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন পিটার হাস। এ সময় তিনি বিষয়টি জানতে চান বলে বৈঠক শেষে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান কামাল বলেন, ২৮ তারিখ বিএনপি শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে পারবে বা ঢাকায় আশা-যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে কি না জানতে চেয়েছেন পিটার হাস। তাকে জানিয়েছি রাস্তা সচল রেখে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো বাধা দেয়া হবে না।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply