বিনোদন ডেস্ক: বিদেশি রাষ্ট্রদূতদের সুন্দরী নারী ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের হওয়া মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মেঘনা আলমকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটরও এই আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখানোর আদেশ দেন।
এর আগে, গত ৯ এপ্রিল রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মেঘনা আলমকে তার বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নিয়েছিলো। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে, ১০ এপ্রিল আদালত তাঁকে বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দেন। সেই থেকে তিনি কারাগারে আছেন।
উল্লেখ্য, সুনির্দিষ্ট কারণ বা মামলা ছাড়া মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় ‘প্রতিরোধমূলক আটক’ (Preventive Detention) করার ঘটনাটি ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
অপরাধে জড়িত থাকার অভিযোগ থাকলে নিয়মিত মামলা না করে কেন এই বিতর্কিত আইনের আশ্রয় নেয়া হলো, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এই ঘটনার প্রেক্ষাপটে সম্প্রতি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) পদ থেকে রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেয়া হয়েছে বলেও জানা গেছে।
বর্তমানে মেঘনা আলম ধানমন্ডি থানার প্রতারণা মামলায় গ্রেফতার হিসেবে কারাগারে থাকবেন এবং মামলার তদন্ত চলবে।
স্বাআলো/এস