বিনোদন ডেস্ক: পর্দায় নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে কোনো খামতি রাখেন না অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ইতোমধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে মেলে ধরে দর্শকদের মন কেড়েছেন তিনি। এবার টরন্টোর চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’।
গেলো ফেব্রুয়ারিতে তার জন্মদিন উপলক্ষে ভক্তদের উপহার হিসেবে তার অভিনীত সিনেমাটির পোস্টার উন্মোচন করা হয়। এর মাধ্যমেই শুরু হয় সিনেমার প্রচারণা।
‘সাবা’র পোস্টারে অন্যরকম এক মেহজাবীনকে দেখে মুগ্ধ দর্শক। অভিনেত্রীর প্রথম সিনেমাটিই এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম চলচ্চিত্র উৎসব।
জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর বসছে উৎসবটির ৪৯তম আসর। ১১ দিনব্যাপী এই উৎসবে থাকছে মেহজাবীনের ‘সাবা’। বিষয়টি উৎসবের ওয়েব সাইটে নিশ্চিত করা হয়েছে। টিআইএফএফের আসন্ন উৎসবে নির্বাচিত সিনেমাগুলোর সদ্য একটি তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। যেখানে ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি সিনেমার সঙ্গে স্থান করে নিয়েছে বাংলাদেশি ‘সাবা’।
এ প্রসঙ্গে মেহজাবীন জানান, এমনই একটি গল্পের অপেক্ষায় ছিলেন তিনি। কারণ বড় পর্দা মানে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটি নেওয়ার জন্যই নারী কেন্দ্রিক গল্প নির্ভর সিনেমাটি নির্বাচন করেছিলেন এই নায়িকা।
সিনেমাটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। ত্রিলোরা খানের সঙ্গে যৌথভাবে গল্প লিখেছেন নির্মাতা নিজে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও দেখা যাবে মেহজাবীনকে। তিনি ছাড়াও সিনেমায় আরো অভিনয় করেছেন মোস্তফা মনোয়ার এবং রোকেয়া প্রাচীর মতো অভিনয়শিল্পীরা।
স্বাআলো/এস