বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হলেন আফজাল হোসেন

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) উপনির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আফজাল হোসেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকালে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নূর কুতুবুল আলম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। আফজাল হোসেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহনুর খান সাংবাদিকদের জানান, এই উপনির্বাচনে আর কোনো প্রার্থী না থাকায় মনোনয়ন প্রত্যাহারের সময় শেষে আফজাল হোসেনকে নির্বাচিত ঘোষণা করা হলো।

তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং আগামী ২৬ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৭৩ হাজার ২৫৬ জন।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর পটুয়াখালী-১ আসনের তৎকালীন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহজাহান মিয়ার বার্ধক্যজনিত মৃত্যুতে আসনটি শূন্য হয়।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।বুধবার (৮ জানুয়ারি)...

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫)...

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল...

ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করলো সরকার

খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী...