বাগেরহাটে মানসিক স্বাস্থ্য মনিটরিং কমিটি অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটে মানসিক স্বাস্থ্য রিভিউ ও মনিটরিং কমিটি সক্রিয়করন এবং পলিসি বিষয়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পরিবার, পরিবেশ ও পারপাশির্^ক নানা কারনে আমরা প্রায় সকলেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি। মানসিক অসুস্থতার কারনে অনেকে আত্মহত্যা পর্যন্ত করছে। প্রতিনিয়ত অস্বাভাবিক মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তাই শরীর ও মন ভালো থাকলে মানসিক সুস্থতা ঠিক থাকে। এ বিষয়ে পরিবার সব থেকে গুরুত্বপূর্ন ভুমিকা রাখতে পারে। পরিবারের সকলে এক সাথে খাবার টেবিলে বসতে হবে। ছোট বড় সকলের চাহিদা সাধ্যমতো পূরণ করতে হবে। তাহলেই মানসিক সুস্থতা বজায়ে থাকবে।

দাতা সংস্থা কমিক রিলিফ এর অর্থায়নে বেসরকারী সংস্থা এডিডি ইন্টারন্যাশনালের আয়োজনে মঙ্গলবার (২১ মে) সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল মোকাররম ফজলে এলাহী।

সভায় বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম মোর্শেদ, প্রাইমারি শিক্ষা অফিসার মুজিবর রহমান ও পলিসি ফোরামের সভাপতি আহাদ উদ্দিন হায়দার

সভায় মানসিক স্বাস্থ্য বিষয়ে ব্যাখ্যামূলক আলোচনা করেন মেডিকেল অফিসার ডাঃ নিশাত রায়হান।

এছাড়া আলোচনায় অংশ নেন, স্কুল শিক্ষক হুমাউন কবির, এনামুল হক, প্রতিবন্দী সংগঠনের নাসরিন বেগম, রাজিয়া সুলতানা ও ফিরোজ প্রমুখ।

সভাটি সার্বিকভাবে পরিচালনা করেন এডিডি ইন্টারন্যাশনালের ফিল্ড কো-অর্ডিনেটর এহসানুল হক।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...