জাতীয়

ডিবি কার্যালয়ে ২৬ ঘণ্টা আটকে রেখে মানসিক নির্যাতন

ঢাকা অফিস ঢাকা অফিস | May 17, 2025

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপের ঘটনায় ডিবি কার্যালয়ে আটক থাকার পর মুক্তি পেয়ে মানসিক নির্যাতনের অভিযোগ এনেছেন ইশতিয়াক হোসাইন নামের সেই আলোচিত যুবক। প্রায় ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে আটক থাকার পর শুক্রবার (১৬ মে) রাতে ছাড়া পেয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগ করেন।

ইশতিয়াক হোসাইন জানান, গত বৃহস্পতিবার (১৫ মে) বিকাল সাড়ে ৪টায় তাকে তার বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তার পরিবারের সদস্যদের জানানো হয়েছিল যে তাকে শুক্রবার দুপুর ২টায় ছেড়ে দেওয়া হবে। তবে তিনি দাবি করেন যে তাকে পুরো সময়টা অর্থাৎ প্রায় ২৬ ঘণ্টা ডিবি কার্যালয়ে আটকে রেখে মানসিক নির্যাতন করা হয়েছে। তাকে নানা রকম প্রশ্ন করে অনেক রাত পর্যন্ত সজাগ রাখা হয়েছিল এবং এমনকি ফাঁসির আসামিদের সঙ্গে জেল হাজতে রাখারও চেষ্টা করা হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।

ছাড়া পাওয়ার পর ইশতিয়াক আরো বলেন, বিভিন্ন নম্বর থেকে তাকে ফোন করে হুমকি দেয়া হয়েছে। তাকে বলা হয়েছে যে, তার উপর মব আক্রমণ চালানো হবে এবং বাসা থেকে বের হলে তার ক্ষতি করা হবে। তিনি বর্তমানে আতঙ্কিত আছেন বলেও জানান।

যশোরে ডিবি পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

উল্লেখ্য, বুধবার (১৪ মে) রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে বক্তব্য রাখছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এসময় কিছু শিক্ষার্থী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছিল। স্লোগানের উত্তেজনার মধ্যে ইশতিয়াক হোসাইন ওপরের দিকে একটি বোতল ছুড়ে মারেন, যা সরাসরি তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় গিয়ে লাগে। এই ঘটনা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এনসিপির নেতাদের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৫ মে) ইশতিয়াক হোসাইনকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারি করে প্রশাসন। এরপর শুক্রবার (১৬ মে) বিকেলে তাকে ডিবি কার্যালয়ে আটক করা হয় এবং রাতে তাকে ছেড়ে দেয়া হয়।

স্বাআলো/এস

Shadhin Alo