খেলাধুলা

মেসির বাংলাদেশে আগমন প্রসঙ্গে যা বললেন পাপন

| April 18, 2024

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির বাংলাদেশে আগমনের সম্ভাবনা দেখছেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ক্রীড়া মন্ত্রণালয়ের নিজ কক্ষে গণমাধ্যমকে এমনটা জানিয়েছেন তিনি।

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতের সময় পাপনের সঙ্গে ছিলেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।

এর আগে এমিলিয়ানো মার্টিনেজ ও রোনালদিনহোকে তিনিই বাংলাদেশে এনেছিলেন। আগামী বছর মেসিকে বাংলাদেশের আনার বিষয়টি উত্থাপন করেছেন ভারতের এই ক্রীড়া উদ্যোক্তা। মেসিকে আনার প্রসঙ্গে সরাসরি না বলে শতদ্রু বলেন, মার্টিনেজ, রোনালদিনহো এসেছে। ডি মারিয়াও আসবে। সামনে আরো বড় কেউ বাংলাদেশে আসতে পারে।

মেসির বাংলাদেশে আসা প্রসঙ্গে ক্রীড়ামন্ত্রী পাপন বলেন, তারা বলেছে, যেহেতু অন্যরা আসছে মেসিও আসতে পারে। তবে অনেক বিষয় থাকে এখানে। মার্টিনেজ-রোনালদিনহো আগমনে নিয়ে বেশ সমালোচনা হয়েছিলো।

এবার তেমন কিছু হবে না এমন আশা জানিয়ে পাপন আরো বলেন, আগের বিষয় নিয়ে আর মন্তব্য নেই। তবে এখন যেহেতু তারা মন্ত্রণালয়ে এসেছে, তাই আমরা তাদের প্রস্তাবনা দিতে বলেছি। দেখি তারা কি দেয়, এরপর আমরাও কিছু কন্ডিশন দিতে পারি যেহেতু আমাদের সহযোগিতা চেয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick